অসহায় মানুষের চিকিৎসা জন্য চালু হতে যাচ্ছে ডক্টর’স চেম্বার

মো.রবিউল ইসলাম,টঙ্গীঃ
গাজীপুর জেলা একটি শিল্প নগরী এই নগরীতে রয়েছে কয়েকশত শিল্প কারখানা। কর্মসূত্রে এই নগরীতে দেশের বিভিন্ন স্থানের সাধারণ মানুষের বসবাস।
সাধারণ মানুষের কে টার্গেট করে এ নগরীতে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সংখ্যা কিন্তু কমনেয়। যেখানে সবার লক্ষ ব্যবসায়ি সফলতা সেখানে ভিন্ন ধর্মীয় চিকিৎসা নিশ্চিত করতে উদ্বোধন হতে যাচ্ছে ডক্টর’স চেম্বার।
মূলত অসহায়, দিনমজুর ও স্বল্প আয়ের মানুষদের উন্নত মানে চিকিৎসা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ।
আগামী ১লা সেপ্টেম্বর বুধবার গাজীপুরের বোর্ডবাজার কলমেশ্বর(কালাই মার্কেটের পিছনে) উদ্বোধন করা হবে এই প্রতিষ্ঠানটির।
প্রতিদিন সকলা ৮টা থেকে রাত ১০পর্যন্ত পাওয়া যাবে গাইনী ও শিশু বিশেষজ্ঞ থাকবে মেডিসিন বিশেষজ্ঞ, নিউট্রিশিয়ান বিশেষজ্ঞ ডাক্তার, অর্শ পাইলস পলিপাস রোগের বিশেষজ্ঞ ডাক্তার, গ্যাস্ট্রোলিভা রোগে বিশেষজ্ঞ ডাক্তার, গ্যাস্ট্রোলিভার রোগের বিশেষজ্ঞ ডাক্তার,নাক কান গলা সহ রয়েছে সকল রোগে বিশেষজ্ঞ ডাক্তার ও সার্জেন্ট।
প্রতিষ্ঠানটির পরিচালকরা জানান, নাম মাত্র ফ্রী দিয়ে কাঙ্খিত ডাক্তার থেকে সেবা নিতে পারবে এসব স্বল্প আয়ের নিম্ন বিত্ত মানুষ। থাকছে হেলথ কার্ড। এবং ঔষধ নেওয়া ক্ষেত্রে বিশাল মূল ছাড়া।
171 total views, 2 views today