আলমডাঙ্গা বণিক সমিতি ও আলমডাঙ্গা থানার উদ্যোগে আলমডাঙ্গা বাজারের নিরাপত্তা তদারকীতে স্থাপিত সিসি ক্যামেরা শুভ উদ্বোধন করা হয়েছে । বুধবার সকাল সাড়ে ১১টার দিকে আলমডাঙ্গা বণিক সমিতি সভাপতি মোঃ আরেফিন মিয়া মিলন এর সভাপতিত্বে আলমডাঙ্গা থানা চত্বরে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার (ছেলুন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুলাহ্ আল-মামুন। এ সময় আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ, বনিক সমিতির নেতৃবৃন্দ, প্রেসক্লাবের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।