আসন্ন গাজীপুর সিটি নির্বাচনে পুরুষ কাউন্সিলর পদপ্রার্থীদের পাশাপাশি মহিলা কাউন্সিলর পদপ্রার্থীরাও নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। প্রতিটি ওয়ার্ডেই দৌড়ঝাঁপ করছেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থীরা৷ গাজীপুর সিটি কর্পোরেশনের ৫২,৫৩ ও ৫৪ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলরাও এর ব্যতিক্রম না। তবে সকল প্রার্থীদের চেয়ে আলোচনায় এগিয়ে আছে ৫২,৫৩ ও ৫৪ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী শিউলি আক্তার। তার নির্বাচনের প্রতীক আনারস।
এলাকাবাসীর কাছে খোঁজ নিয়ে জানা গেছে শিউলি আক্তার, নির্বাচিত জনপ্রতিনিধি না হয়েও বছরের পর বছর নিঃস্বার্থে ওয়ার্ডের নারীদের অধিকার, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন ও এলাকার অসহায় হতদরিদ্রদের পাশে সব সময় দাঁড়িয়েছেন। এছাড়াও প্রতিনিয়ত মাদক বিরোধী বিভিন্ন সভা ও সেমিনার করছেন তিনি। এলাকার কারো কোন সমস্যার কথা তার কানে আসলেই গভীর রাতেও ছুটে যান গিয়েছেন তিনি। করোনা মহামারীকালে এলাকার অসহায় ও হতদরিদ্রদের পাশে দাঁড়াতে নিজের অলংকার বিক্রি করে এই কাউন্সিলর প্রার্থী করেছেন সাহায্য সহযোগিতা।
টঙ্গী ৫২ নং ওয়ার্ডের ভোটার আমেনা বেগম বলছেন, নির্বাচিত জনপ্রতিনিধি না হয়েও এলাকার অসহায় মানুষের সুখে দুঃখে সব সময় ছায়ার মত পাশে ছিলেন বর্তমান কাউন্সিলর পদপ্রার্থী শিউলি আক্তার। করোনা মহামারী কালে যখন সবাই নিজের জীবন বাঁচাতে ঘরে তালাবদ্ধ ঠিক সেই সময় অসহায় মানুষের নানাবিধি সমস্যার সমাধান করতে তাদের দুয়ারে দুয়ারে ঘুরেছেন তিনি। আমরা এমন জনপ্রতিনিধিকেই চাই যিনি আমাদের বিপদে আপদে সুখে-দুঃখে সব সময় আমাদের ছায়া হয়ে থাকবে। আমরা দোয়া করি বিজয় মালা যেনো শিউলি আক্তার আপার হয়।
কাউন্সিলর পদপ্রার্থী শিউলি আক্তার বলেন,আমার কোনো পদবীর প্রয়োজন নেই। আমি আমার এই ওয়ার্ড গুলোর মানুষের সাথে থাকতে চাই। তাদের সুখে দুঃখে সবসময় পাশে থাকতে চাই। আমার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে সকলের উপকার করতে চাই। আমি মা মাটি ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। জনপ্রতিনিধি না হলে অনেক সময় চাইলেও অনেক কিছু করা যায় না। তাই এবার এলাকার মুরুব্বিদের সিদ্ধান্তে আমি আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হয়েছি৷ আমার নির্বাচনের প্রতীক আনারস। আমি আমার প্রানপ্রিয় ৫২,৫৩ ও ৫৪ নং ওয়ার্ড বাসীর দোয়া ও সমর্থন চাই।