হবিগঞ্জে উপহারের গাড়ি নিতে এসে নিজের গাড়ির জরিমানা গুনলেন আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম।
মঙ্গলবার বেলা ২টার দিকে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর কারণে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ তাকে ২ হাজার ৫শ টাকা জরিমানা করে।
বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম জানান, ঢাকা-সিলেট মহাসড়কে অতিরিক্ত গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন হিরো আলম। মহাসড়কে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে তার গাড়িটি আটক করে ২ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। পরে মামলা দিয়ে গাড়িটি ছেড়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, তিনি মঙ্গলবার চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামে মাওলানা এম মুখলিছুর রহমানের কাছ থেকে উপহারের গাড়ি নিতে যাচ্ছিলেন।