গাজীপুরের শ্রীপুরে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (এডিশনাল ডিআইজি) আব্দুল জলিলের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা দেশি অস্ত্রের মুখে ওই পুলিশ কর্মকর্তার বাবাকে জিম্মি করে ঘরে থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।
রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ডাকাতির বিষয়টি নিশ্চিত করেছেন মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মিন্টু মিয়া।
এরআগে, গতকাল শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের বেলতলী গ্রামে ঘটনাটি ঘটে।
অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (এডিশনাল ডিআইজি) আবদুল জলিল বর্তমানে সিলেটে কর্মরত আছেন।
মাওনা ফাঁড়ির এসআই মিন্টু মিয়া বলেন, ‘ডাকাতির খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। ডাকাতরা বাড়িটি থেকে আড়াই ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ১৮ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। বিষয়টি নিয়ে পুলিশসহ কয়েকটি বাহিনী যৌথভাবে কাজ করছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে একটি ফলাফল পাবো।
এডিশনাল ডিআইজি আব্দুল জলিলের বাবা আব্দুল বাতেন বলেন, ‘রাত পৌনে ২টার দিকে কালো পোষাক পরিহিত মুখোশধারী ১০/১৫ জন মূল ফটক টপকে বাড়ির ভেতরে আসে। এরপর তারা দরজা ভেঙে ঘরের ভেতর ঢুকে পড়ে। তাদের সবার হাতেই ছিল দেশিয় অস্ত্র। পরে ডাকাতদের কয়েকজন আমাকে জিম্ম করে এবং বাকিরা ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।