শিল্প অধ্যুসিত জেলা গাজীপুরের ৩০,৩১,ও ৪০ নং ওয়ার্ড। মহানগরীর অংশ হলেও এই এলাকায় মানুষের কৃষি কাজ ছাড়া অন্য কর্মসংস্থান না থাকায় নেই কোন ভাল আবাসন ব্যবস্থা। গড়ে উঠেনি শিল্প কলকারখানা। ছেলে মেয়েদের লেখা পড়া ও বিদেশ পাঠানো থেকে শুরু করে নিজেদের অন্যান্য প্রয়োজন মেটাতে ধান ক্ষেত ভিটে মাটিসহ আবাদি জমি বিক্রি করতে হয় এলাকাবাসীর। অসহায়ের মত জীবন যাপন করছে স্থানীয় বেকার যুবকরা। এসব বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে গ্রামকে শহরে পরিনত করার বর্তমান সরকারের নেওয়া পরিকল্পনার অংশ হিসেবে ইছালি গ্রামে প্রায় ২৭ বিঘা জমির উপর গড়ে উঠতে চলেছে মেসার্স ইন্টেলিজেন্ট কার্ড কো: লিমিটেড নামক একটি শিল্প কারখানা । এতে একদিকে যেমন বেকারত্ব দূর হবে অন্য দিকে উন্নয়নের ছোঁয়ায় আর্থ সামাজিক অবস্থার পরিবর্তন হবে গ্রামগুলোর।
অথচ এ চলমান উন্নয়ন কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করার পায়তারা করছে বিএনপি-জামায়াতের এজেন্টরা। যারা দেশ ও জাতির শত্রু এমনটাই দাবী করছেন এলাকাবাসী। চলমান উন্নয়ন কাজে বাঁধা সৃষ্টিকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছে ইছালি গ্রামের সাধারণ নাগরিক সমাজ।
জানা যায়, ইছালি এলাকায় ন্যায্য মূল্যে কৃষকদের কাছ থেকে ২৭ বিঘা তফসিলভুক্ত সম্পত্তি ক্রয় করেন মেসার্স ইন্টেলিজেন্ট কার্ড কো: লিমিটেডের চেয়ারম্যান মঞ্জুরুল হাসান। এরপর সেখানে কারখানা স্থাপন করতে গেলে স্বার্থান্বেষী একটি মহল ব্যবসায়িক ও রাজনৈতিক হীন উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে নানাবিধ ষড়যন্ত্রে লিপ্ত হন।
একপর্যায়ে উন্নয়ন কাজে বাধা সৃষ্টি করার লক্ষ্যে ভুয়া জমির মালিক সাজিয়ে একের পর এক প্রতিবন্ধকতা সৃষ্টি করতে থাকেন তারা। এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী।