১২:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
জমি সংক্রান্ত বিরোধ

গাজীপুরের বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

জমি সংক্রান্ত বিরোধের জেরে কাপাসিয়ায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের ঘটনা ঘটে।

গাজীপুরের কাপাসিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত হয়েছে। শুক্রবার সকালে কাপাসিয়া উপজেলার দস্যু নারায়ণপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ হোসেন সাজু(৩৮) উপজেলার দস্যু নারায়ণপুর এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল নয়টার দিকে সাজু তার পৈতৃক সম্পত্তিতে মাটি ভরাট করতে গেলে তার বড়ভাই ইসমাইল হোসেন বাধা দেয়। এসময় ইসমাইল ও তার পরিবারের সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে সাজুকে লাঠি দিয়ে মারপিট করে। পরে স্থানীয়রা সাজুকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাজুকে মৃত ঘোষণা করে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম জানান,জমি সংক্রান্ত বিরোধের জের এই হত্যাকাণ্ডটি হয়েছে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

মুক্তিযোদ্ধাদের ‘মা’খ্যাত আক্তার নেসা আর নেই

দয়া করে এই ওয়েব সাইট থেকে কপি করার চেষ্টা বন্ধ করুন।

জমি সংক্রান্ত বিরোধ

গাজীপুরের বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

প্রকাশ ০৯:০৯:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩

গাজীপুরের কাপাসিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত হয়েছে। শুক্রবার সকালে কাপাসিয়া উপজেলার দস্যু নারায়ণপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ হোসেন সাজু(৩৮) উপজেলার দস্যু নারায়ণপুর এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল নয়টার দিকে সাজু তার পৈতৃক সম্পত্তিতে মাটি ভরাট করতে গেলে তার বড়ভাই ইসমাইল হোসেন বাধা দেয়। এসময় ইসমাইল ও তার পরিবারের সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে সাজুকে লাঠি দিয়ে মারপিট করে। পরে স্থানীয়রা সাজুকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাজুকে মৃত ঘোষণা করে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম জানান,জমি সংক্রান্ত বিরোধের জের এই হত্যাকাণ্ডটি হয়েছে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।