০১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩

গাজীপুরের সালনায় ডাকাতি করতে বাধা দেওয়ায় কলেজছাত্রকে হত্যা

গাজীপুরের সালনায় ডাকাতি করতে বাধা দেওয়ায় কলেজছাত্রকে হত্যা

গাজীপুরে বাড়িতে ঢুকে মহিউর সুনাল চৌধুরী (১৮) নামে এক কলেজছাত্রকে শ্বাসরোধে হত্যার পর স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে ডাকাতরা।

সোমবার (১৩ মার্চ) সকালে সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ড সালনা পশ্চিম মোল্লাপাড়া এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মহিউর সুনাল ওই এলাকার এ কে এম জালাল উদ্দিনের ছেলে। তিনি গাজীপুর শহরের কাজী আজিম উদ্দিন কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিহত শিক্ষার্থীর মা মেহজাবিন বলেন, রাত ৩টার দিকে কয়েকজন যুবক বাড়ির গ্রিল কেটে ভেতরে ঢুকে কালো কাপড় দিয়ে আমার চোখ বেঁধে ফেলে। ঘরের আলমারি ভেঙে পাঁচ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৩০ হাজার টাকা নিয়ে যায়। এ সময় বাধা দিলে আমার ছেলেকে তারা শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।

গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বায়েজিদ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হবে। প্রকৃত ঘটনা উন্মোচনের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

মুক্তিযোদ্ধাদের ‘মা’খ্যাত আক্তার নেসা আর নেই

দয়া করে এই ওয়েব সাইট থেকে কপি করার চেষ্টা বন্ধ করুন।

গাজীপুরের সালনায় ডাকাতি করতে বাধা দেওয়ায় কলেজছাত্রকে হত্যা

প্রকাশ ০১:২৩:২২ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩

গাজীপুরে বাড়িতে ঢুকে মহিউর সুনাল চৌধুরী (১৮) নামে এক কলেজছাত্রকে শ্বাসরোধে হত্যার পর স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে ডাকাতরা।

সোমবার (১৩ মার্চ) সকালে সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ড সালনা পশ্চিম মোল্লাপাড়া এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মহিউর সুনাল ওই এলাকার এ কে এম জালাল উদ্দিনের ছেলে। তিনি গাজীপুর শহরের কাজী আজিম উদ্দিন কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিহত শিক্ষার্থীর মা মেহজাবিন বলেন, রাত ৩টার দিকে কয়েকজন যুবক বাড়ির গ্রিল কেটে ভেতরে ঢুকে কালো কাপড় দিয়ে আমার চোখ বেঁধে ফেলে। ঘরের আলমারি ভেঙে পাঁচ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৩০ হাজার টাকা নিয়ে যায়। এ সময় বাধা দিলে আমার ছেলেকে তারা শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।

গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বায়েজিদ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হবে। প্রকৃত ঘটনা উন্মোচনের চেষ্টা চলছে।