গাজীপুরের শ্রীপুর রাজাবাড়ি ইউনিয়নের জয়নারায়নপুর এলাকার একটি গহিন গজারি বন থেকে এক মধ্য বয়সী নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২জুলাই) সকালে ওই লাশের সন্ধান দেয় এলাকাবাসী। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে । প্রাথমিক অবস্থায় লাশটির পরিচয় নিশ্চিত হয়া যাইনি বলে জানান পুলিশ।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল ফজল মোহাম্মদ নাসিম জানান, এলাকাবাসীর ফোন পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে ।কিভাবে ওই নারীর মৃত্যু হয়েছে তা জানা যায়নি।প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে আনুমানিক ৩/৪দিন আগে ওই নারীকে দুর্বৃত্তরা হত্যা করে কোন একসময় লাশটি ফেলে গেছে। স্থানীয়রা কেউ লাশটির পরিচয় নিশ্চিত করতে পারেননি।লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।নিহতের পরিচয় সনাক্ত সহ পরবর্তি আইন গত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।