গাজীপুর সদর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক তরিকুল ইসলাম (১৯) নিহত হয়েছেন।
শনিবার (৮ জুলাই ) দুপুর ১২টার দিকে সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত তরিকুল ইসলাম রাজশাহী জেলার বাঘা থানার রাজার মোড় গ্রামের আজব খানের ছেলে।
সে পিরুজালী সড়কঘাটা বাজার এবং সালনা মন্ডল বাড়ি এর দোকানে ফ্রিজের মেকানিক্যাল হিসাবে ইলেক্ট্রিক্যাল মিস্ত্রির কাজ করত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরের দিকে মির্জাপুর থেকে মোটরসাইকেল চালিয়ে মনিপুর বাজারের দিকে যাচ্ছিল। যাওয়ার সময়
ডগরী কালার্স ফ্যাক্টরি সামনে নামক স্থানে পৌঁছালে একটি দ্রুতগ্রামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তরিকুল ইসলামের মৃত্যু হয়।
এ সময় ট্রাকটি রেখে চালক দ্রুত পালিয়ে গেলে পুলিশ এসে ট্রাকটিকে আটক করে লাশ উদ্ধার করে।
জয়দেবপুর থানার এসআই আবুল কালাম জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়া আসা হয়েছে। এবং ট্রাকটিকে আটক করা গেলেও চাল পালিয়ে যায়।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাতাব উদ্দিন জানান, এই ঘটনায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।