জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া এবং কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে গাজীপুর সিটি কর্পোরেশন। শুক্রবার সকালে নগর ভবনের নিজস্ব হলরুমে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ।
গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী সচিব আশরাফুল আলম অঞ্চল ৪ এর নির্বাহী প্রকৌশলী লেহাজ উদ্দিন সহ গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রী বৃন্দ।
কেক কেটে ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।