গাজীপুরে গাছা থানাধীন মৈরান এলাকায় এক অসহায় হতদরিদ্র কৃষকের পৈত্রিক সম্পত্তি সন্ত্রাসী কায়দায় জবর দখলে চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
এঘটনায় অসহায় ও হতদরিদ্র কৃষক মো.সালাহ উদ্দিন (৬৫) বাদী হয়ে গাজীপুর আদালতে মামলা দায়ের করেছে (মামলা নাম্বার: ১২১৫/২৩)।
মামলা দায়েরের পর প্রভাবশালী মহলটি অসহায় হতদরিদ্র এই কৃষককে মামলা তুলে নিতে নানাভাবে হয় ভয় ভীতি প্রদর্শন করছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী কৃষক গাছা থানাধীন ৩২ নং ওয়ার্ডের মৈরান এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে।
মামলায় অভিযুক্তরা হলেন, একই এলাকার মৃত সানাহ উল্লাহর ছেলে দীন মোহাম্মদ (৫৫),তার ছেলে শামীম মিয়া,(৩৫),মৃত সোবহান মিয়ার ছেলে শহিদ মিয়া (৪০),মৃত আউয়াল মিয়ার ছেলে আনিসুর রহমান (৪৩), শহিদ মিয়ার ছেলে মো.হাছিবুল হোসেন (২০),ইব্রাহিম মিয়া (৫২), মৃত আ: মোতালেব মিয়ার ছেলে হাবিবুর রহমান (৫৫),শহিদ মিয়ার ছেলে কায়েস (৩০),বোরহান উদ্দিনের ছেলে রুবেল(৩০),মৃত ছোবহান মিয়ার ছেলে মো.খোরশেদ আলম (৩২)।
মামলা সূত্রে জানা গেছে, গাজীপুর জেলার গাছা মেট্রো থানাধীন, ৮১ নং-মৌজা, ১২নং হালে মৈরানস্থিত, সি.এস ১১, এস.এ-১২, আর.এস ৬০ নং খতিয়ানভূক্ত সি.এসও এস.এ দাগ ১৬৬, আর.এস দাগ নং-৪৭৭ এর ২৮ শতাংশ জমির পৈত্রিক সূত্রে মালিক ভুক্তভোগী কৃষক মো.সালাহ উদ্দিন । গত মঙ্গলবার ২২ই আগস্ট প্রতিদিনের মতো পৈত্রিক সূত্রে পাওয়া ২৮ শতাংশ ওই জমিতে মৌসুমী ধান চাষের জন্য ট্রাক্টর দিয়ে হাল চাষ করতে যায়। এসময় ১ নং অভিযুক্ত দীন মোহাম্মদ ও তার সঙ্গীরা অসহায় কৃষক সালাহ উদ্দিন কে চাষাবাদে বাধা প্রদান করেন। একপর্যায়ে অভিযুক্তরা ভুক্তভোগী ওই কৃষককে গালিগালাজ, মারধরের হত্যার হুমকি দিতে থাকে। এসময় ভুক্তভোগী ওই কৃষকের পরিবারের সদস্যদের ডাক চিৎকারে আশপাশের লোক এগিয়ে আসলে ও জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরের মাধ্যমে থানা পুলিশকে অবগত করলে অভিযুক্তরা উল্লেখিত জমি থেকে পালিয়ে যায়।
ভুক্তভোগী কৃষক সালহা উদ্দিন বলেন, অভিযুক্তরা প্রকৃতপক্ষেই সন্ত্রাসী প্রকৃতির লোক। তারা এর আগেও আমার পৈত্রিক আরেকটি জমি জোরপূর্বক দখলে চেষ্টা চালায়ে তখন আমি আইনের আশ্রয় নিলে অভিযুক্তরা একাধিকবার স্থানীয় প্রভাবশালী মহলের ভয় ভীতি প্রদর্শন করে এবং হত্যার চেষ্টা করে। আমি অসহায় একজন খেটে খাওয়া কৃষিক আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ন্যায্য বিচার চাই।
এবিষয়ে অভিযুক্তদের সাথে একাধিক বার মুঠোফোন যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।