০৬:১৯ অপরাহ্ন, বুধবার, ০৪ অক্টোবর ২০২৩

চুয়াডাঙ্গায় স্কচটেপ মোড়ানো ১০ সোনার বার রেখে পালালেন চোরাকারবারি

চুয়াডাঙ্গার দামুড়হুদার সীমান্ত থেকে এক কেজি ১০০ গ্রাম ওজনের ১০টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সরদারপাড়া থেকে বারগুলো উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক শাহ মো. ইশতিয়াক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় মুন্সিপুর গ্রামের সরদারপাড়া দিয়ে একজন চোরাকারবারি ভারতে সোনার বার পাচারের জন্য আসে। বিজিবির উপস্থিতি টের পেয়ে তিনি তিনটি প্যাকেট পেলে পালিয়ে যান। পরে স্কচটেপ মোড়ানো প্যাকেট থেকে ১০টি সোনার বার উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।

জনপ্রিয়

বিজ্ঞাপন

কালিগঞ্জে ইউএনও’র ওপর ইউপি চেয়ারম্যানের হামলা, আহত ৪

দয়া করে এই ওয়েব সাইট থেকে কপি করার চেষ্টা বন্ধ করুন।

চুয়াডাঙ্গায় স্কচটেপ মোড়ানো ১০ সোনার বার রেখে পালালেন চোরাকারবারি

প্রকাশ ১০:১৫:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩

চুয়াডাঙ্গার দামুড়হুদার সীমান্ত থেকে এক কেজি ১০০ গ্রাম ওজনের ১০টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সরদারপাড়া থেকে বারগুলো উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক শাহ মো. ইশতিয়াক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় মুন্সিপুর গ্রামের সরদারপাড়া দিয়ে একজন চোরাকারবারি ভারতে সোনার বার পাচারের জন্য আসে। বিজিবির উপস্থিতি টের পেয়ে তিনি তিনটি প্যাকেট পেলে পালিয়ে যান। পরে স্কচটেপ মোড়ানো প্যাকেট থেকে ১০টি সোনার বার উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।