১১:১৭ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩

জামায়াত-শিবিরের গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ২৩

জামায়াত-শিবিরের গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ২৩

যশোরের বেনাপোলে জামায়াত শিবিরের গোপন বৈঠকে পুলিশ অভিযান চালিয়ে ২৩ নেতাকর্মীকে আটক করেছে। রোববার (১৯ ফেব্রুয়ারি) ভোরে বেনাপোল সীমান্তের বারোপোতা নামক এলাকা থেকে তাদের আটক করা হয়।

অভিযানের সময় আটক নেতাকর্মীদের কাছ থেকে ৫টি ককটেল উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দিয়ে রোববার দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, আটক জামায়াত শিবিরের নেতাকর্মীরা বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা। পুলিশের কাছে খবর আসে বেনাপোল সীমান্তে নাশকতার উদ্দেশে জামায়াত-বিএনপির নেতাকর্মীরা বৈঠক করছে। সেখানে পুলিশ অভিযান চালালে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ককটেল ছোড়ে নেতাকর্মীরা। তবে কেউ হতাহত হয়নি। এ সময় ঘটনাস্থল থেকে জামায়াত-শিবিরের ২৩ নেতাকর্মীকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫টি তাজা ককটেল।

বিজ্ঞাপন

মুক্তিযোদ্ধাদের ‘মা’খ্যাত আক্তার নেসা আর নেই

দয়া করে এই ওয়েব সাইট থেকে কপি করার চেষ্টা বন্ধ করুন।

জামায়াত-শিবিরের গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ২৩

প্রকাশ ১২:৪৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩

যশোরের বেনাপোলে জামায়াত শিবিরের গোপন বৈঠকে পুলিশ অভিযান চালিয়ে ২৩ নেতাকর্মীকে আটক করেছে। রোববার (১৯ ফেব্রুয়ারি) ভোরে বেনাপোল সীমান্তের বারোপোতা নামক এলাকা থেকে তাদের আটক করা হয়।

অভিযানের সময় আটক নেতাকর্মীদের কাছ থেকে ৫টি ককটেল উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দিয়ে রোববার দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, আটক জামায়াত শিবিরের নেতাকর্মীরা বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা। পুলিশের কাছে খবর আসে বেনাপোল সীমান্তে নাশকতার উদ্দেশে জামায়াত-বিএনপির নেতাকর্মীরা বৈঠক করছে। সেখানে পুলিশ অভিযান চালালে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ককটেল ছোড়ে নেতাকর্মীরা। তবে কেউ হতাহত হয়নি। এ সময় ঘটনাস্থল থেকে জামায়াত-শিবিরের ২৩ নেতাকর্মীকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫টি তাজা ককটেল।