ঝিনাইদহ ক্যাডেট কলেজ সংলগ্ন এলাকায় রাস্তা ব্লক করে যানবাহন থেকে চাঁদা তোলার সময় এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বিল্লাল হোসেন নামের ওই যুবক ও তার সহযোগীরা শ্রমিক ইউনিয়নের নামে যানবাহন থেকে চাঁদা তুলছিলেন।
রোববার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিল্লালকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তার কাছ থেকে জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ড ভ্যান, ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের কিছু কার্ড চেক রশিদ ও ৫০০ টাকা জব্দ করা হয়। আটক বিল্লাল হোসেন জেলা সদরের বড়-খাজুরা মিস্ত্রি পাড়ার আলাউদ্দিনের ছেলে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম নুরুন্নবী বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সন্ধ্যায় বের হই। ক্যাডেট কলেজ এলাকায় ভূমিহীন আবাসনের সামনে পৌঁছালে যানবাহনের জট দেখা যায়। এগিয়ে গিয়ে দেখি ৪/৫ জন ব্যক্তি লাঠির মাথায় লাল কাপড় বেঁধে যানবাহন থেকে চাঁদা আদায় করছেন। এসময় সেখানে গেলে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে বিল্লাল হোসেনকে আটক করা হয়। সেসময় তার কাছে চাঁদার কিছু টাকাও পাওয়া যায়। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করা হয়।