১১:৩১ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩

ঝিনাইদহে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

ঝিনাইদহে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

ঝিনাইদহের কালীগঞ্জে স্ত্রী হত্যায় শিমুল বিশ্বাস নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. বাহাউদ্দিন আহমেদ এ আদেশ দেন।

শিমুল বিশ্বাস কালীগঞ্জ উপজেলার উত্তর বেলাট দৌলতপুর গ্রামের সমির বিশ্বাসের ছেলে।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ইসমাইল হোসেন জানান, ২০১৩ সালের ১২ ডিসেম্বর ভোরে শিমুল বিশ্বাস পারিবারিক বিরোধে তার স্ত্রী শম্পা খাতুনকে বালিশচাপা দিয়ে হত্যা করে। এ ঘটনায় ওই দিনই নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় শিমুল বিশ্বাসসহ তিনজনকে আসামি করে মামলা করে। সে মামলার তদন্ত শেষে চার্জশিট দেয় পুলিশ। সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে চূড়ান্ত শুনানি শেষে আদালত শিমুল বিশ্বাসকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সময় মামলার বাকি দুই আসামিকে খালাস দেওয়া হয়।

বিজ্ঞাপন

মুক্তিযোদ্ধাদের ‘মা’খ্যাত আক্তার নেসা আর নেই

দয়া করে এই ওয়েব সাইট থেকে কপি করার চেষ্টা বন্ধ করুন।

ঝিনাইদহে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

প্রকাশ ১১:৪৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩

ঝিনাইদহের কালীগঞ্জে স্ত্রী হত্যায় শিমুল বিশ্বাস নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. বাহাউদ্দিন আহমেদ এ আদেশ দেন।

শিমুল বিশ্বাস কালীগঞ্জ উপজেলার উত্তর বেলাট দৌলতপুর গ্রামের সমির বিশ্বাসের ছেলে।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ইসমাইল হোসেন জানান, ২০১৩ সালের ১২ ডিসেম্বর ভোরে শিমুল বিশ্বাস পারিবারিক বিরোধে তার স্ত্রী শম্পা খাতুনকে বালিশচাপা দিয়ে হত্যা করে। এ ঘটনায় ওই দিনই নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় শিমুল বিশ্বাসসহ তিনজনকে আসামি করে মামলা করে। সে মামলার তদন্ত শেষে চার্জশিট দেয় পুলিশ। সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে চূড়ান্ত শুনানি শেষে আদালত শিমুল বিশ্বাসকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সময় মামলার বাকি দুই আসামিকে খালাস দেওয়া হয়।