টঙ্গীতে আগুনে পুড়ল তুলার গোডাউন

নিজেস্ব প্রতিবেদক,টঙ্গীঃ
গাজীপুরের টঙ্গীতে অগ্নিকাণ্ডে একটি তুলার গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে।বুধবার দুপুরে দিকে মিলগেট অলিম্পিয়া মার্কেটের মেসার্স কামাল এন্টারপ্রাইজের তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।এ সময় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এর প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান,দুপুরের পরপরই হঠাৎই তুলার স্তুপ থেকে ধোঁয়া বের হতে দেখতে পায়।মুহূর্তের মধ্যেই আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে।পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়।
টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মোঃ ইকবাল হোসেন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে গোডাউনের সব মালপত্র পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট বা বিড়ি সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ জানা যায়নি।
98 total views, 1 views today