গাজীপুরের টঙ্গীতে কোমলমতি শিশু কিশোরদের মাঝে ফুটবল ক্রিকেটসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে টঙ্গীর মিলগেট কলাবাগান মহল্লায় ৫৫নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হাজী হাসান উদ্দিনের উদ্যোগে এসব ক্রীড়া সামগ্রী বিতরন করা হয়।
ক্রীড়া সামগ্রী গুলো হলো, ফুটবল, ক্রিকেট ব্যাট, ক্রিকেট স্টাম্প, টেনিস বলসহ ও অন্যান্য ক্রীড়া সামগ্রী।
এসময় হাজী হাসান উদ্দিন বলেন, আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাদের নাগরিক হিসেবে গড়ে তুলতে শিশুদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। শিশুদের মৌলিক অধিকার গুলোর মধ্যে অন্যতম একটি বিনোদন ও খেলাধুলা। শিক্ষার পাশাপাশি বিনোদনমূলক কর্মকান্ডের সাথে শিশুরা না জড়ালে তাদের মানসিক বিকাশ ঘটবে না। এছাড়াও তারা মাদকাসক্ত ও বিপদগামী হয়ে যেতে পারে। তাদের মাদকমুক্ত রাখতে আমার এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যৎ প্রজন্মের বাংলাদেশ গড়তে শিশুদের মানসিক এবং শারীরিক বিকাশের বিকল্প নেই । এদেরকে সঠিকভাবে দিকনির্দেশনা দিলে এরাই একদিন বাংলাদেশকে সারা বিশ্বের কাছে তুলে ধরবে ইনশাআল্লাহ।