গাজীপুরের টঙ্গীতে ২৫০ গ্রাম গাঁজা সহ এক নারী মাদক কারবারি কে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) রাত আনুমানিক ৯ ঘটিকায় টঙ্গী পূর্ব থানাধীন মাছিমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী পপি বেগম (৩৫)। সে বরগুনা জেলার আমতলী থানার সোনাখালী এলাকার আয়নাল হকের স্ত্রী। বর্তমানে সে টঙ্গী পূর্ব থানাধীন মাছিমপুর এলাকায় বসবাস করছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, আসামী দীর্ঘদিন ধরে সহযোগীদের সাথে নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাদক সংগ্রহ করে টঙ্গী সহ বিভিন্ন জায়গায় ক্রয় বিক্রয় করে আসছিলো। এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।