গাজীপুরের টঙ্গীর মাদক সম্রাজ্য খ্যাত এরশাদ নগর এলাকা থেকে চিহ্নিত মাদক সম্রাজ্ঞী শারমিন ও তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে এক কেজি পরিমান অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
সোমবার রাতে এরশাদ নগর ১নং ব্লক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, টঙ্গীর এরশাদ নগর এলাকার ১নং ব্লকের মিজানুর রহমানের স্ত্রী শারমিন আক্তার (৩২), একই এলাকার ৫ নং ব্লকের মিন্টু মিয়ার ছেলে ইব্রাহীম হাসান বাবু (১৯), সামসুর ছেলে সোহেল (২০) ও ৩ নং ব্লকের নুর আলমের ছেলে সিদ্দিক (২০)।
টঙ্গী পূর্ব থানার উপ পরিদর্শক মনির হোসেন জানান, এরশাদ নগর ১নং ব্লক এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলামের নির্দেশনায় সঙ্গীয় অফিসার উপ পরিদর্শক আশরাফুল আলম, সহকারী উপ পরিদর্শক নাজমুল হক ও মহিলা পুলিশ সদস্য প্রিয়াংকা সরকারসহ উক্ত এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক কারবারি শারমিন ও তার তিন সহযোগীকে অবৈধ মাদক দ্রব্য গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।