গাজীপুর জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বাষিক নির্বাচনে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ফুটবল প্রতীকের ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী রাশেদুজ্জামান বাবু সহ অন্তত ১০ জন আহত হয়েছে।
শনিবার (১৯ আগস্ট) দুপুরে টঙ্গীর চেরাগআলী ট্রাক স্ট্যান্ডে আয়োজিত গাজীপুর জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে এঘটনা ঘটে।
জানাগেছে, শনিবার সকাল ৮ টাতে থেকে শুরু হয় নিরবিচ্ছিন্ন ভোটগ্রহণ। দুপুরের পরপরই হঠাৎই ক্রীড়া সম্পাদক পদের হেলিকপ্টার প্রতীকের প্রার্থী সুমন পাটোয়ারী একি পদের ফুটবল প্রতীকের প্রার্থী রাশেদুজ্জামান বাবু উপর হামলা করে।এতে বাবু গুরুতর আহত হয়। পরে আহত রাশেদুজ্জামান বাবুর অনুসারীরা ও সুমন পাটোয়ারীর অনুসারীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়। পরে পুলিশ নির্বাচনী শৃঙ্খলা বজায় রাখতে তাদের ভোট কেন্দ্রে থেকে সরিয়ে দেয় ।
এবিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি শাহ আলমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি শুনেছি নির্বাচন পরবর্তী সময়ে এ বিষয়টি তারা নিজেরা মীমাংসা করবে বলে আশ্বস্ত করেছে । আমাদের কাছে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আসেনি, অভিযোগ আসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।