গাজীপুরের টঙ্গীতে জামায়াত ইসলামির নেতা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে এক গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এই জানাজার নামাজে ইমামতি করেন তামিরুল মিল্লাত মাদ্রাসার শিক্ষক মাওলানা আবু সুফিয়ান।
বুধবার সকাল পোনে ৭টায় গাজীপুরা এলাকায় তামিরুল মিল্লাত মাদ্রাসার মাঠে এ গায়েবানা জানাজার নামাজ হয়।
জানাজার নামাজে প্রায় প্রায় তিন হাজার সর্বস্থরের মানুষ অংশগ্রহন করেন বলে জানা গেছে।
গায়েবানা জানাজায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সুরা কমিটির সদস্য ড. জাহাঙ্গীর আলম, গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক খায়রুল হাসানসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।
টঙ্গী পশ্চিম থানার ওসি শাহ্ আলম বলেন, এ ব্যপারে কোন তথ্য এখনও পাওয়া যায়নি।
তামিরুল মিল্লাত মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আবু ইউছুফ বলেন, টঙ্গীতে তামিরুল মিল্লাত মাদ্রাসার মাঠে দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।