গাজীপুরের টঙ্গীতে ১০ বছরের এক মেয়ে শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে মোশারফ মিয়া (২০) নামে এক যুবককে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ। সোমবার বিকেলে স্থানীয় পশ্চিম আরিচপুর এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃত মোশারফ ময়মনসিংহের গৌরিপুর থানার কাশিমপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে। সে জানা যায়, মোশারফ ওই এলাকার নুরু মিয়ার বাড়ীর ভাড়া বাসায় বাস করে।
জানা যায়, সোমবার দুপুরে শিশুটি তার গেলে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে। এসময় শিশুর ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে মোশারফকে আটক করে থানা পুলিশে সোপর্দ করে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু শেষে মঙ্গলবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।