গাজীপুর মহানগরীর টঙ্গীর সাতাইশ দাড়াইল রোডে একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত আড়াইটার দিকে ওই এলাকার ফারুক আহমেদের তৃতীয়তলা বাসার দ্বিতীয় তলায়।
ডাকাত দলের সদস্যরা বাড়ির লোকজনকে পিস্তল এবং ধারালো অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে ১১ লক্ষ টাকা ও ২০ ভরি স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুটে নেয়। ৯৯৯-এ কল পেয়ে পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির লোকজনকে উদ্ধার করে।
বাড়ির মালিক ফারুক আহমেদ জানান, বুধবার রাত আড়াইটার দিকে ৭-৮ জনের একদল সশস্ত্র ডাকাত রান্নাঘরের গ্রিল কেটে তাদের বাসায় প্রবেশ করে। একপর্যায়ে ডাকাত দলের সদস্যরা বাসার সবাইকে পিস্তল ও ধারালো অস্ত্র ঠেকিয়ে একটি কক্ষে নিয়ে হাত ও মুখ বেঁধে জিম্মি করে রাখে।
পরে ডাকাতরা ঘরের স্টিলের আলমিরা, ওয়্যারড্রপ ও শোকেস ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল লুটে নেয়। একপর্যায়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে পশ্চিম থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম বলেন, তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।