গাজীপুর টঙ্গীতে যুবলীগ নেতা সাজ্জাদুল ইসলাম মনির এর উদ্যোগে বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনায় তার ১০৩ তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।
১৭ তারিখ দুপুরে ৪৯ নং ওয়ার্ড ১ নং ব্লক এলাকায় টঙ্গী পূর্ব থানা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী সাজ্জাদুল ইসলাম মনির এর উদ্যোগে উক্ত মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ, আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন শেখ, বীর মুক্তিযোদ্ধা সিরাজ মিয়া স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় যুবলীগ নেতা সাজ্জাদুল ইসলাম মনির বলেন, বিশ্বজুড়ে কোটি বাঙালির অনুপ্রেরণা বঙ্গবন্ধু। শেখ মুজিবুর রহমান দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে একদিন বাংলাদেশের স্বাধীনতা এনে দেন। মানুষের মুক্তির জন্য নিজের জীবনকে উৎসর্গ করে তিনি বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি ও বিশ্বনেতায় পরিণত হন। পরাধীনতার নিকষ অন্ধকারে নিমজ্জিত বাঙালি জাতির ভাগ্যাকাশে মুক্তির প্রভাকর রূপে জন্ম নেওয়া ‘খোকা’ নামের সেই শিশুটি শিক্ষা-দীক্ষা মানবিক দৃষ্টিভঙ্গি, মহত্তম জীবনবোধ, সততা, সাহস, দক্ষতা ও দূরদর্শী নেতৃত্বে হয়ে ওঠেন বাংলাদেশ নামক স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি।