গাজীপুরের টঙ্গীর মেঘনা রোডে বসা অস্থায়ী পশুর হাটে এবার উঠেছে মরুর দেশের প্রাণী ২টি দুম্বা। পুরো হাটের মধ্যে একমাত্র সোহেল রেঞ্জ এন্ড এগ্রো প্লাস লিমিটেডেই সরাসরি সৌদি আরব থেকে এবার রপ্তানি করেছেন এই পশু দুটি।
মরুর দেশের এই পশু দুটিকে দেখতে ভিড় জমাচ্ছে ক্রেতা ও দর্শনার্থীরা।
১০৫ কেজি ওজনের একটি দুম্বার দাম হাঁকছেন ৩ লক্ষ ২০ হাজার টাকা অপর ১০০ কেজি ওজনের আরেকটি দুম্বার দাম রাখাহাঁকছেন ৩ লক্ষ টাকা ।
সোহেল রেঞ্জ এন্ড এগ্রো প্লাস লিমিটেড এর হিসাব রক্ষক মোঃ শুভ বলেন,মূল উদ্দেশ্যের এই দুম্বা দুটিকে সম্পূর্ণ প্রাকৃতিকভাবেই লালন পালন করা হয়েছে। সৌদি আরবের নাগরিকদের পাল থেকে সরাসরি এই দুম্বা দুটিকে সংগ্রহ করা হয়েছে। এবার টঙ্গীর এই পশুর হাটে একমাত্র আমরাই দুম্বা নিয়ে এসেছি। পাশাপাশি বিভিন্ন দেশের ও দেশীয় গরুও আমরা হাটে এনেছি । এছাড়াও টঙ্গী হিমারদীঘ তিস্তার গেট এলাকায় সোহেল রেঞ্জ এন্ড এগ্রো প্লাস লিমিটেডেও রয়েছে পর্যাপ্ত পরিমাণ কোরবানির পশু ।
১০৫ কেজি ওজনের দুম্বাটির ২ লক্ষ ৬০ হাজার ও ১০০ কেজি ওজনের দুম্বাটি ২ লক্ষ ২০ হাজার টাকায় বিক্রি হবে বলে জানান তিনি।