পবিত্র ঈদুল আযহা উপলক্ষে টঙ্গী পূর্ব থানার সর্বস্তরের জনগণসহ দেশ-বিদেশের সবাইকে শুভেচ্ছা ঈদ মোবারক জানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৬ নং ওয়ার্ড ছাত্র লীগের সভাপতি ও টঙ্গী পূর্ব থানা ছাত্র লীগের সভাপতি পদপ্রার্থী শাহজাদা সেলিম লিটন। ত্যাগের শিক্ষায় উদ্ভাসিত হয়ে ঈদ আনন্দে অসহায় মানুষদের শামিল করতে সামর্থ অনুযায়ী এগিয়ে আসার জন্য সামর্থবানদের প্রতি আহ্বান জানান তিনি।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। আল্লাহর রাস্তায় প্রিয় বস্তু কুরবানীর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অজর্ন করাই ঈদুল আযহার প্রকৃত শিক্ষা। সুমহান ত্যাগের আলোকে আমাদের পরিচালিত করার শপথ নিতে হবে। দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের ঈদ উদযাপন কঠিন হয়ে পড়েছে। এই সময়ে স্ব স্ব অবস্থান থেকে অসহায় ও দরিদ্র মানুষের কল্যানে সামর্থবানদের এগিয়ে আসা উচিত। সবার ঈদ আনন্দে দরিদ্র মানুষগুলোকে শামিল করুন।
তিনি আরও বলেন, ঈদ মানুষে মানুষে ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ করে সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। ঈদ আমাদের ব্যক্তিগত, সামাজিক ও জাতীয়ভাবে ঐক্যের বন্ধন শক্তিশালী করে।
তিনি সবার জীবনে প্রতিটি দিন ঈদের মতো আনন্দময় হয়ে ওঠার কামনা করেন।
সর্বশেষ সকলকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও মোবারকবাদ।
ঈদ মোবারক।