গাজীপুরে টঙ্গীর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় মো.আবু জাহিদ কে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ৷ এই উপলক্ষে রবিবার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডি সভাপতি ও টঙ্গী আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি মতিউর রহমান মতি বি কম এর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়৷
এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু জাহিদ, বিদ্যালয়ের প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক শাহিনা সরকার। সিনিয়র সরকারি শিক্ষক মোঃ মুরাদ, সিনিয়র শিক্ষক মোঃ নাজমুল হক, মো: নুরুল ইসলাম, আতাউল্লাহ গনি, অভিভাবক সদস্য মোঃ নুর নবী, রফিকুল ইসলাম, আতিকুর রহমান প্রমুখ।
ফুলেল শুভেচ্ছা বিনিময় কালে গভর্নিং বডি সদস্য ও শিক্ষকরা বলেন, টঙ্গীর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম জিয়াউর রহমান ও মাহমুদা আক্তার জলির মৃত্যুর পর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান একেবারেই নাজুক অবস্থা হয়ে গেছে। নানা অনিয়ম ও সমস্যায় ভঙ্গুর অবস্থা এই বিদ্যালয়টির। আমরা আশা করব নতুন প্রধান শিক্ষক নতুন করে বিদ্যালয়টিকে গাজীপুরের মধ্যে মডেল বিদ্যালয় হিসেবে উপস্থাপন করবে।