১০:৩২ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩

টোকা দিয়ে সরকারকে ফেলতে চাই না: আব্বাস

নিরপেক্ষ সরকারের অধীনে স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে চান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, টোকা দিয়ে সরকারকে ফেলতে চাই না। আমরা চাই নিরপেক্ষ সরকারের অধীনে স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ১০ দফা দাবিতে রাজশাহীতে আয়োজিত বিএনপির সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, আজকে আওয়ামী লীগ সরকার লুটপাটের মহড়া সাজিয়ে বসেছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উঠিয়ে দিয়ে দেশে একনায়কতন্ত্র কায়েম করেছে তারা। আজকে সরকারের ভোটের দরকার নেই। তাই জনগণের চেহারা দেখার সময় তাদের নেই। যে অবস্থা চলছে এতে দেশ অচিরেই ফকির রাষ্ট্রে পরিণত হবে।

জিয়া পরিবার ব্যতীত অন্য কেউ দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটাতে পারবে না বলে দাবি এ বিএনপি নেতার।

বিজ্ঞাপন

মুক্তিযোদ্ধাদের ‘মা’খ্যাত আক্তার নেসা আর নেই

দয়া করে এই ওয়েব সাইট থেকে কপি করার চেষ্টা বন্ধ করুন।

টোকা দিয়ে সরকারকে ফেলতে চাই না: আব্বাস

প্রকাশ ১২:৩২:৪৯ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩

নিরপেক্ষ সরকারের অধীনে স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে চান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, টোকা দিয়ে সরকারকে ফেলতে চাই না। আমরা চাই নিরপেক্ষ সরকারের অধীনে স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ১০ দফা দাবিতে রাজশাহীতে আয়োজিত বিএনপির সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, আজকে আওয়ামী লীগ সরকার লুটপাটের মহড়া সাজিয়ে বসেছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উঠিয়ে দিয়ে দেশে একনায়কতন্ত্র কায়েম করেছে তারা। আজকে সরকারের ভোটের দরকার নেই। তাই জনগণের চেহারা দেখার সময় তাদের নেই। যে অবস্থা চলছে এতে দেশ অচিরেই ফকির রাষ্ট্রে পরিণত হবে।

জিয়া পরিবার ব্যতীত অন্য কেউ দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটাতে পারবে না বলে দাবি এ বিএনপি নেতার।