চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় পরিত্যক্ত অবস্থায় ১ বিদেশি পিস্তল ও ১রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর ২টার দিকে দর্শনা থানা পুলিশ চুয়াডাঙ্গা-জীবননগর মহাসড়কের দর্শনা হঠাৎপাড়ার আনোয়ারপুর ৪১ নং ব্রীজের নিচ থেকে পরিত্যাক্ত অবস্থায় জাপানি পিস্তল ও রাউন্ড গুলি গুলো উদ্ধার করে।

দর্শনার থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এ এইচ এম লুৎফুল কবির জানান,মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দর্শনা আনোয়ারপুর হঠাৎ পাড়া ব্রীজের নিচে আগ্নেয়অস্ত্র আছে।
খবরের ভিত্তিত্বে থানার অফিসার ইনচার্জ অপারেশন (ওসি) নিরব, সেকেন্ড অফিসার এসআই আহমেদ, এসআই রাম সরকার সঙ্গে ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান চালায়।
এ সময় ঘটনাস্থলে একটিশপিং ব্যাগের ভিতর থেকে জাপানি ১১৫ মডেলের ১টি পিস্তল ও একরাউন্ড গুলি উদ্ধার করে।