১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে নিহত সকল শহীদদের প্রতি টঙ্গীর নিউব্লোন স্কুল ( কলেজরোড ও দত্তপাড়া শাখা)শিক্ষার্থীরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে। শিক্ষা প্রতিষ্ঠানটি যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করে।
মঙ্গলবার (২১ফেব্রুয়ারি)সকাল ৮ টায় সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে একুশের আয়োজন শুরু হয়। এরপর ক্ষুদে শিক্ষার্থী, শিক্ষক শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা পর্যায়ক্রমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউব্লোন স্কুলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির হোসেন। প্রতিষ্ঠানটির কলেজ রোড এবং দত্তপাড়া শাখায় পৃথক পৃথক একুশের আয়োজনে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অধ্যক্ষ মোঃ ফজলে রাজেক এবং উপাধ্যক্ষ এস এ সম্রাট।
১৯৫২ সালে মহান ভাষা শহীদদের রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আত্মত্যাগের মহিমান্বিত
ইতিহাস অবলম্বনে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে পরিবেশিত হয় ভাষা দিবসের বিশেষ নাটিকা “একুশের রাজপথে!”
আয়োজনের দ্বিতীয় পর্বে ছাত্র-ছাত্রীরা বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করে।এসব প্রতিযোগিতার মধ্যে ছিল: ভাষাকেন্দ্রিক ছড়া বলা , কবিতা আবৃত্তি, হাতের লেখা ও রচনা লেখা প্রতিযোগিতা।
অনুষ্ঠানের প্রধান অতিথি এবং শিক্ষক-শিক্ষিকা বৃন্দ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট প্রদান করেন । বর্নিল এ আয়োজনে আমন্ত্রিত অতিথি, অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং আগত অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি নিউব্লোন স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং শহীদদের স্মরণে বিভিন্ন পরিবেশনা উক্ত শিক্ষার্থীদের মননে দেশপ্রেম জাগ্রত করবে বলে অভিমত ব্যক্ত করেন অভিভাবক মহল।