খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের কক্ষ থেকে নিরব মন্ডল (১২) নামে এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে ওই স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে স্কুলের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিরব গুটুদিয়া গ্রামের শেখর মন্ডলের ছেলে। পুলিশ ধারণা করছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নিরব বৃহস্পতিবার স্কুলে যায়। এরপর নির্দিষ্ট সময়ে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। বিকেল সাড়ে ৪টার দিকে নিরবের বাবার কাছে ফোন করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় শেখর মন্ডল থানায় জিডি করেন। রাতে স্কুলের একটি কক্ষে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন ৬ শিশুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।