প্লাস্টিকের ভয়াবহতা তুলে ধরে পরিবেশ রক্ষার আহ্বান নিয়ে ১৫ হাজার কিলোমিটার পায়ে হেঁটে বাংলাদেশে এসেছেন ভারতীয় এক যুবক। নিজ দেশের ২৭টি রাজ্য ভ্রমণ শেষে মহারাষ্ট্রের নাগপুরের যুবক রোহান আগারওয়াল বাংলাদেশের কয়েকটি জেলা ঘুরে শনিবার সন্ধ্যায় মেহেরপুরে আসেন। ২০ বছর বয়সী এই তরুণ মেহেরপুরের এসেই মেয়রসহ প্রশাসনের বিভিন্ন জনের সাথে সাক্ষাৎ করেছেন। সোমবার তিনি মেহেরপুর ত্যাগ করে চুয়াডাঙ্গা জেলায় রওয়ানা করবেন।
২০২০ সালের ২৪ আগস্ট ভারতের উত্তর প্রদেশের বারানসিতে গঙ্গার তীর থেকে হাটা শুরু হয় রোহানের। ৯০৮ দিন আগে যাত্রা শুরু করা ভারতীয় যুবক এখন পর্যন্ত অতিক্রম করেছেন প্রায় ৩৫ হাজার কিলোমিটার পথ। এর মধ্যে ভারতের রাজস্থান, হরিয়ানা, দিল্লি, চণ্ডিগড়, হিমাচল, উত্তরাখণ্ড, মধ্য প্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, পন্ডিচেরি, কর্নাটক, কেরালা ও গোয়া হয়ে ভারতের মোট ২৭টি রাজ্য পরিভ্রমণ শেষে ৮ অক্টোবর ফেনীর বিলোনিয়া সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢুকেন এই যুবক।
বাংলাদেশের ৩৮ টি জেলা অতিক্রম করে কুষ্টিয়া হয়েছে ১৯ ফেব্রুয়ারি মেহেরপুরে আসেন। তারপর জেলা প্রশাসক, পৌর মেয়র ও গাংনী প্রেসক্লাব সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন রোহান। এছাড়া পথচারদের প্লাস্টিকের ভয়াবহতা বুঝাতে মেহেরপুরের বিভিন্ন প্রতিষ্ঠানে সচেতন মূলক বক্তব্য রাখেন রোহান।
রোহান আগারওয়াল জানান, এ পৃথিবী শুধু মানুষের বসবাসের জন্য নয়। প্রাণি-উদ্ভিদেরও। তাই পরিবেশের বিষয়ে অবশ্যই সচেতন হতে হবে। এটা সব মানুষের দায়িত্ব। প্লাস্টিক পরিবেশের ভারসাম্য নষ্ট করে দিচ্ছে। প্লাস্টিক থেকে বাঁচতেই আমার এই যাত্রা। তাই ভারত থেকে বাংলাদেশে এসেছি।
মেহেরপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এমএ খালেক জানান, রোহান নামের ওই ভারতীয় তরুণের মেহেরপুরে আসার কারণ জানতে পেরে তার থাকা ও খাওয়ার ব্যবস্থা করে দেয়া হয়েছে। এই অল্প বয়সে তার এমন মহৎ উদ্যোগে আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে।