ফলোআপ রূপগঞ্জে চালকলে আগুনে দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু

সোহরাব হোসেন সাজিদ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার গন্ধর্বপুর এলাকায় সিটি ইকুনোমিক জোন সিটি গ্রুপের সিটি অটো রাইস মিলের হাসকিং প্লান্টের আগুনের ঘটনায় দগ্ধ দুই শ্রমিকের ২১ নভেম্বর রবিবার মৃত্যু হয়েছে। রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তারা হলেন রূপগঞ্জের তারাবো পৌরসভার গন্ধর্বপুর
গ্রামের মৃত সুরজত আলীর ছেলে হযরত আলী (৪৫) ও মৃত আব্দুল করিমের ছেলে বেলায়েত হোসেন (৫৫)। দগ্ধ অপর শ্রমিক সিরাজুল ইসলামের অবস্থা এখনও সংটাপন্ন। বেলায়ত হোসেন ও হযরত আলীর লাশ গতকাল রবিবার রাতে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
উল্লেখ্য গত ২০ নভম্বের শনবিার সিটি গ্রæপে সিটি
অটো রাইস মিলের হাসকিং প্লান্টে শর্টসার্কিট থেকে আগুনের
দূর্ঘটনা ঘটে।###
তাং-২১-১১-২০২১ ইং
সোহরাব হোসেন সাজিদ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
135 total views, 1 views today
Featured posts