গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা টঙ্গী শিল্প অঞ্চল ইউনিট কমান্ডের সাধারণ সভা অনুষ্টিত হয়েছে।
শনিবার দুপুরে শিল্প নগরীর টঙ্গী মিলগেট এলাকার টঙ্গীস্থ বৃহত্তর কুমিল্লা সমন্বয় পরিষদের কার্যালয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মুক্তিযোদ্ধাদের সর্বসম্মতিক্রমে সাধারণ সভায় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বৃহত্তর টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি গেরিলা বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক।
সাধারণ সভায় উপস্থিত হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা আলী আকবর।
এছাড়াও আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার,লিয়াকত আলী,নাজিম উদ্দিন মফিজুল হক,আবুল হাসেম, ইসহাক হোসেন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী স্তর বৃহত্তর কুমিল্লা সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক সাদেক হোসেন খান, ৫৬ নং স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিকুল ইসলাম স্বপন ও টঙ্গী পূর্ব থানা যুবলীগ নেতা ফয়েজ আহমেদ রাজু প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতি গেরিলা মুক্তিযোদ্ধা ও টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি তার বক্তব্য বলেন, টঙ্গী বাজার থানা মুক্তিযোদ্ধা কমান্ডার যে মার্কেট রয়েছে তার আয় ব্যায় কয়েকজন মুক্তিযোদ্ধার পকেটে গেল প্রকৃত মুক্তিযুদ্ধরা এর সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে । টঙ্গী যেহেতু একটি শিল্প অঞ্চল আমরা যারা মুক্তিযোদ্ধা রয়েছি আমরা যদি সবাই একত্রিত হয়ে থাকতে পারি আমাদের এই মুক্তিযোদ্ধা টঙ্গী শিল্প অঞ্চল ইউনিট কমান্ডের কার্যক্রম দ্রুত গতিতে চালিয়ে যেতে পারবো।