বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন এন্ড টেকনোলজিতে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ মে) বিজিএমইএ ক্যাম্পাসে এর আয়োজন করে বিইউএফটি ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব। সহযোগিতায় রয়েছে এক্সিলেন্স বাংলাদেশ। চাকরি মেলায় প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআই’র সাবেক প্রেসিডেন্ট এবং বিইউএফটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শফিউল ইসলাম মহিউদ্দিন। বিশেষ অতিথি ইন্ডাস্ট্রি এক্সপোর্ট মাসকো গ্রুপে এক্সিকিউটিভ ডিরেক্টর মাহবুবুর রহমান লিটন, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
‘বিইউএফটি জাতীয় চাকরি মেলা ২০২৩ এ অংশ নিয়েছে অর্ধশতাধিক প্রতিষ্ঠান। এদের বেশিরভাগই দেশের প্রথমসারির পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান। চাকরি মেলায় পোশাক শিল্পের সাথে জড়িত প্রতিষ্ঠানের আধিক্য দেখা গেলেও, চাকরি মেলায় আরও অংশ নিচ্ছে দেশের অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠান।
চাকরি মেলায় বক্তারা বলেন, দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সেভাবে দক্ষ জনবল তৈরি হচ্ছেনা। নিজেদেরকে প্রতিটি কাজের জন্য দক্ষ করে তুলতে হবে।
তারা বলেন, বর্তমান প্রজন্মকে চাকরিজীবী নয় উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা উচিত। কারণ উদ্যোক্তারাই পারে বেকার সমস্যা নিরসন করতে।