গাজীপুর মহানগর যুবলীগের আহব্বায়ক ও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী আলহাজ্ব কামরুল আহসান সরকার রাসেল বলেছে, বাংলাদেশে একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। দেশের অন্যতম বৃহৎ প্রকল্প কর্ণফুলী টানেল এখন উদ্বোধনের অপেক্ষায় ,এছাড়াও পদ্মা সেতু , মেট্রোরেল সহ বিভিন্ন প্রকল্পের সুফল দেশের মানুষ ভোগ করছেন ।
কিন্তু এ সকল উন্নয়ন বিএনপি চোখে দেখেনা। তারা বরাবরই বলে বাংলাদেশ নাকি শ্রীলংকা হয়ে গেছে। যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন ।
তারা গুজব রটিয়ে জনমণ একটি ভীতি সৃষ্টি করার জন্য চেষ্টা চালাচ্ছে। এছাড়াও তারা ২০১৩ সালের মতো পথসভার নামে দেশে অশান্তির রাজনীতি প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সক্রিয়ভাবে কাজ করছেন।
তার উদাহরণ গত কয়েকদিন আগে গাজীপুরের বর্মী এলাকায় বিএনপি’র সন্ত্রাসী বাহিনীরা পথসভার নামে অস্ত্র প্রদর্শন করে জনমনে ভয়ভীতি সৃষ্টি করে।

সোমবার বিকেলে পদযাত্রার নামে বিএনপি-জামাতের সন্ত্রাস, সহিংস রাজনীতি প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে গাজীপুর মহানগর যুবলীগ এর উদ্যোগ আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে কালে গাজীপুর মহানগর যুবলীগের আহব্বায়ক কামরুল আহসান সরকার রাসেল এসব কথা বলেন।
আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল । এছাড়াও উপস্থিত ছিলেন,গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, সুমন আহমেদ শান্ত বাবু, এস এম আলমগীর হোসেন, আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব আমান উদ্দিন সরকার, কাইয়ুম সরকার, রাজিবুল হাসান, গাজীপুর মহানগর যুবলীগ নেতা আতিকুর রহমান খান রাহাত প্রমুখ ।