Homeজাতীয়বিরোধীদের হটিয়ে সমাবেশ করলেন গাসিক মেয়র জাহাঙ্গীর

বিরোধীদের হটিয়ে সমাবেশ করলেন গাসিক মেয়র জাহাঙ্গীর

8 / 100

মো.রবিউল ইসলাম,টঙ্গীঃ

গাজীপুরে আওয়ামী লীগের পাল্টাপাল্টি সমাবেশ ডাকা নিয়ে উভয়পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে মেয়রের শাস্তির দাবিতে বিক্ষোভকারীরা সমাবেশ ছেড়ে আশপাশের সড়কে অবস্থান নেয়। পরে সন্ধ্যা ৬টায় সমাবেশ শেষ করেন মেয়র জাহাঙ্গীর।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে বোর্ডবাজার বড় মসজিদের সামনে বিক্ষোভ শুরু করেন মেয়রের বিরোধীরা। অপরদিকে, ২০০ গজ দক্ষিণে সিটি করপোরেশনের গাছা কার্যালয়ের অপরপাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসডিজি অগ্রগতিতে জাতিসংঘের এসডিএসএন পুরস্কার পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে সমাবেশের ঘোষণা দেন মেয়র জাহাঙ্গীর।

বিকেল ৪টার দিকে বিক্ষোভ সমাবেশের সামনে দিয়ে মেয়রপন্থিদের আনন্দ মিছিল যাওয়ার সময় ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে দুইপক্ষের নেতাকর্মীদের ধাওয়া দিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সময় সিটি করপোরেশনের কাউন্সিলর মামুন মণ্ডলকে সমাবেশস্থল থেকে তার বাড়িতে পৌঁছে দেয় পুলিশ। পরে বিক্ষোভকারীরা দৌড়ে আশপাশের সড়কগুলোতে চলে গেলে মেয়রবিরোধী বিক্ষোভকারীদের সমাবেশ পণ্ড হয়ে যায়।

এরপর বিক্ষোভকারীরা আর সমাবেশস্থলে ফিরতে পারেননি। এরপর সমাবেশস্থল মেয়র জাহাঙ্গীর আলমের কর্মী-সমর্থকদের নিয়ন্ত্রণে থাকে। সন্ধ্যা ৬টায় মোনাজাতের মাধ্যমে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সিটি মেয়র জাহাঙ্গীর আলম তার সমাবেশ শেষ করেন।

আরও পড়ুন

ফেসবুকে আমরা

 

বাংলাদেশে করোনা ভাইরাস

সর্বমোট

আক্রান্ত
১,৫৬৮,২৫৭
সুস্থ
১,৫৩২,১৮০
মৃত্যু
২৭,৮৩৪
সূত্র: আইইডিসিআর

সর্বশেষ

আক্রান্ত
২৭৬
সুস্থ
৪৪০
মৃত্যু
স্পন্সর: একতা হোস্ট

সর্বশেষ