০২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩

মাহিয়া মাহির অভিযোগ তদন্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের বিরুদ্ধে করা মাহির অভিযোগ তদন্ত করা হবে বলেও জানান তিনি।

 

শনিবার (১৮ মার্চ) তেজগাঁওয়ে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব এ কথা বলেন।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাহির বক্তব্য সঠিক কি-না, কিংবা পুলিশ যেটা করেছে সেটি সঠিক কি-না, তা তদন্তে বেরিয়ে আসবে।

 

আরাভ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুবাইয়ের সোনা ব্যবসায়ী আরাভ খান ওরফে রবিউল ইসলামকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। এরই মধ্যে তাকে ধরতে ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মুক্তিযোদ্ধাদের ‘মা’খ্যাত আক্তার নেসা আর নেই

দয়া করে এই ওয়েব সাইট থেকে কপি করার চেষ্টা বন্ধ করুন।

মাহিয়া মাহির অভিযোগ তদন্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ ০৯:৫০:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের বিরুদ্ধে করা মাহির অভিযোগ তদন্ত করা হবে বলেও জানান তিনি।

 

শনিবার (১৮ মার্চ) তেজগাঁওয়ে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব এ কথা বলেন।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাহির বক্তব্য সঠিক কি-না, কিংবা পুলিশ যেটা করেছে সেটি সঠিক কি-না, তা তদন্তে বেরিয়ে আসবে।

 

আরাভ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুবাইয়ের সোনা ব্যবসায়ী আরাভ খান ওরফে রবিউল ইসলামকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। এরই মধ্যে তাকে ধরতে ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হয়েছে।