০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩

মে দিবসেও বন্ধ রাখেনি টঙ্গীর জেরিনা টেক্সটাইল

Advertisements
Advertisements
Advertisements
Advertisements

শ্রমিকদের হাজিরা কাটার ভয় দেখিয়ে মহান মে দিবসে গাজীপুরের টঙ্গীতে জেরিনা ট্রেক্সটাইল নামক কারখানা খোলা রেখেছে কতৃপক্ষ।

সোমবার সকালে টঙ্গীর মিলগেট এলাকার জেরিন কম্পোজিট টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামক কারখানার প্রায় এক হাজার শ্রমিক বাধ্য হয়েই কাজে যোগ দিয়েছেন।

কারখানাটির প্যাকিং সেকশনের কর্মী এমদাদুল হক বলেন, আমাদের কারখানায় তিনটি সিফটে কাজ চলে।গতকাল রোববার নাইট সিফটে কাজ করেছি।আজ(সোমবার) ভোর ৬টার দিকে বাসায় যাই।এখন দুপুর দুইটা থেকে ফের কাজে যোগ দিতে এসেছি।

কারখানাটির অপর এক নারী শ্রমিক হাফিজা আক্তার বলেন, প্রতি বছর মে দিবসেই কারখানা আজ খোলা রাখা হয়।আজকের ছুটি আগামী ঈদ উল আযহার ছুটির সাথে যোগ করা হবে।আজ কাজে যোগ না দিলে হাজিরা কাটা যাবে।

কারখানাটির সহকারী জেনারেল ম্যানেজার আসাদুজ্জামান বলেন, আজ আমাদের কারখানা বন্ধ।আমরা গতকাল রোববার বন্ধের নোটিশ দিয়েছিলাম।শ্রমিকরা কেনো আজ কারখানায় এসেছেন তা আমার জানা নেই।
খোঁজ নিয়ে জানা যায় কারখানাটি মালিকসুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতিও প্রয়াত এমপি মনজুরুল ইসলাম লিটনের বড় বোন আফরুজা বারী

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক(টঙ্গী জোন) মো.ওসমান গনি বলেন,খোলা রাখার বিষয়টি জানা ছিলো না।এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবো।

Slide Up
x
Advertisements

বিজ্ঞাপন

পূবাইল থানা আওয়ামী লীগের সভাপতি ও তার দুই ছেলের বিরুদ্ধে আদালতে মামলা

দয়া করে এই ওয়েব সাইট থেকে কপি করার চেষ্টা বন্ধ করুন।

মে দিবসেও বন্ধ রাখেনি টঙ্গীর জেরিনা টেক্সটাইল

প্রকাশ ০২:২১:১০ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩
Advertisements
Advertisements
Advertisements
Advertisements

শ্রমিকদের হাজিরা কাটার ভয় দেখিয়ে মহান মে দিবসে গাজীপুরের টঙ্গীতে জেরিনা ট্রেক্সটাইল নামক কারখানা খোলা রেখেছে কতৃপক্ষ।

সোমবার সকালে টঙ্গীর মিলগেট এলাকার জেরিন কম্পোজিট টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামক কারখানার প্রায় এক হাজার শ্রমিক বাধ্য হয়েই কাজে যোগ দিয়েছেন।

কারখানাটির প্যাকিং সেকশনের কর্মী এমদাদুল হক বলেন, আমাদের কারখানায় তিনটি সিফটে কাজ চলে।গতকাল রোববার নাইট সিফটে কাজ করেছি।আজ(সোমবার) ভোর ৬টার দিকে বাসায় যাই।এখন দুপুর দুইটা থেকে ফের কাজে যোগ দিতে এসেছি।

কারখানাটির অপর এক নারী শ্রমিক হাফিজা আক্তার বলেন, প্রতি বছর মে দিবসেই কারখানা আজ খোলা রাখা হয়।আজকের ছুটি আগামী ঈদ উল আযহার ছুটির সাথে যোগ করা হবে।আজ কাজে যোগ না দিলে হাজিরা কাটা যাবে।

কারখানাটির সহকারী জেনারেল ম্যানেজার আসাদুজ্জামান বলেন, আজ আমাদের কারখানা বন্ধ।আমরা গতকাল রোববার বন্ধের নোটিশ দিয়েছিলাম।শ্রমিকরা কেনো আজ কারখানায় এসেছেন তা আমার জানা নেই।
খোঁজ নিয়ে জানা যায় কারখানাটি মালিকসুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতিও প্রয়াত এমপি মনজুরুল ইসলাম লিটনের বড় বোন আফরুজা বারী

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক(টঙ্গী জোন) মো.ওসমান গনি বলেন,খোলা রাখার বিষয়টি জানা ছিলো না।এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবো।

Slide Up
x
Advertisements