গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী আলহাজ্ব কামরুল আহসান সরকার রাসেল বলেছেন, মুখে বঙ্গবন্ধুর সৈনিক এই কথা বলেই দায়িত্ব শেষ করে দেওয়া যাবে না। যুবলীগের প্রতিটা নেতাকর্মীকে বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় কে আরো শক্তিশালী করতে হবে।
শনিবার বিকেলে গাজীপুর মহানগরী চৌরাস্তা এলাকার চান্দনা উচ্চ বিদ্যালয়ের হল রুমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সুমন আহমেদ শান্ত বাবু, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আমান উদ্দিন সরকার, কাইয়ুম সরকার, বাসন থানা শ্রমিক লীগের সভাপতি আব্দুস সোবাহান, গাছা থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী আমিন উদ্দিন সরকার, গাজীপুর মহানগর যুবলীগ নেতা আতিকুর রহমান খান রাহাত, সাবেক সদর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন পাপেল, টঙ্গী পূর্ব থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী লিটন উদ্দিন সরকার, কাউলতিয়া সাংগঠনিক থানা যুবলীগ নেতা মোবারক হোসেন সহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা।
কামরুল সরকার রাসেল আরো বলেন বাংলাদেশের নোংরা রাজনীতি জন্ম দিয়েছে বিএনপি জামায়েত। তারা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে ঘাপটি মেরে আছে। তারা প্রতিনিয়তই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন যাত্রা কে ব্যাহত করার লক্ষ্যে নীল নকশা পরিকল্পনা করে যাচ্ছে। আর সেসব নীল নকশা বাস্তবায়ন করতে জ্বালাওপুরাও আগুন সন্ত্রাসের রাজনীতি পরিচালনা করতে কাজ করে যাচ্ছেন তাদের এজেন্টরা।
গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী রাসেল সরকার আরো বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ থেকে আমি মনোনয়ন প্রত্যাশী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে যোগ্য মনে করে তাহলে আশা করছি বঙ্গবন্ধু সোনার বাংলা বিনির্মাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেবেন। আমি কথা দিচ্ছি আমি দলীয়ভাবে মনোনীত হলে এই নগরবাসীর নাগরিক সমস্যা দূর করে একটি স্মার্ট নগরী উপহার দেব। যদি আমি মনোনয়ন নাও পাই তবু দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে আমরা আগামী নির্বাচনে তার হয়েই কাজ করব। আমরা নৌকার জয় নিশ্চিত করার লক্ষ্যে কাজ করব। আমরা নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করে মাননীয় প্রধানমন্ত্রীকে এই গাজীপুর সিটি কর্পোরেশন উপহার দিতে চাই।