রাজধানীর গোপীবাগে একটি রিকশার গ্যারেজে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১ মার্চ) রাত ১১টার দিকে সেখানে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, রাত ১১টা ২ মিনিটে গোপীবাগে একটি রিকশার গ্যারেজে আগুন লাগার খবর আসে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়।
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।