বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ এ কারাতে প্রতিযোগিতায় স্বর্ণ পদক অর্জন করেছেন আইকেইউ বাংলাদেশের শিক্ষার্থী গাজীপুরের টঙ্গীর মেয়ে সুমাইয়া আক্তার রিতু। এ কারাতে প্রতিযোগিতায় রিতু ঢাকা বিভাগে মেয়েদের মধ্যে একমাত্র স্বর্ণ পদকপ্রাপ্ত প্রতিযোগী। রিতু টঙ্গীর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী।
২৪টি ইভেন্টে গত জানুয়ারি ২০২৩ থেকে শুরু হয়ে আন্ত: উপজেলা এবং জেলা পর্যায়ের বাছাই পর্ব শেষে গত ২৬ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী চূড়ান্ত পর্ব শুরু হয়েছে। এর মধ্যে গত ১ ও ২ মার্চ দুই দিনব্যাপী মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এ কারাতে প্রতিযোগিতা।
প্রতিযোগিতায় আটটি বিভাগ থেকে ২৫০ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। এরমধ্যে ঢাকা বিভাগের হয়ে গাজীপুরের টঙ্গীর মেয়ে সুমাইয়া আক্তার রিতু আটটি বিভাগকে হারিয়ে (৬৮ কেজি) কুমিতে ঢাকা বিভাগকে একমাত্র স্বর্ণপদক এনে দেয়।
রিতুর এ সাফল্যে তার সংগঠন ইন্টারন্যাশনাল করাতে ইউনিয়ন বাংলাদেশ এর প্রধান পৃষ্ঠপোষক ও গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, কেন্দ্রীয় কমিটির সভাপতি গোলাম সারোয়ার হেলাল শিকদার, সাধারণ সম্পাদক সেনসি আব্দুল্লা আল মামুন, গাজীপুর জেলা শাখার উপদেষ্টা শেকানুল ইসলাম শাহী, সভাপতি সৈয়দ আতিক ও সাধারণ সম্পাদক জহিরুল আলম বাঁধন, সহ-সাধারণ সম্পাদক সাঈদ মাহমুদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ তাকে অভিনন্দন জানিয়েছেন।