সুনামগঞ্জে বন্যার্তদের খাদ্য সামগ্রী বিতরণ করলেন আব্দুল্লা আল-মামুন মন্ডল

জাহিদ হাসান জিহাদঃ
গাজীপুরের মহানগরীর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর ও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী আব্দুল্লাহ আল- মামুন মন্ডল সুনামগঞ্জে বন্যার্ত প্রায় ১২শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।বুধবার সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলা ও মধ্যনগর উপজেলা দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের দাতিয়া পাড়ায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় ৩৫ নং ওয়ার্ড কাউন্সিল ও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী আব্দুল্লাহ আল-মামুন মন্ডল বলেন, সুনামগঞ্জের হাওর এলাকা সহ বেশ কয়েকটি এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। অনেকের ঘরে পানি ঢুকে পড়ায় অসহায় হয়ে পরেছে। কিছু পরিবার আবার সদস্যরা স্থানীয় আশ্রয় কেন্দ্র আশ্রয় নিয়েছেন। আশ্রয় কেন্দ্র আশ্রয় নিয়ে হয়তো প্রানে রক্ষা পেয়েছে কিন্তু তাদের মধ্যে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। সেই সংকট কিছু লাগবের জন্য এই কার্যক্রম।
তিনি আরো বলেন, ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকারের পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি।
41 total views, 1 views today